Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
“নেই পাশে কেউ যার,সমাজ সেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে “ওয়াকাথন” ও কল্যাণরাষ্ট্র বির্নিমান বিষয়ক মুক্ত আড্ডার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস।

 

২ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার সকালে পৌর ঈদগাহ মাঠ থেকে জেলা শহরে “ওয়াকাথন” বের করা হয়। “ওয়াকাথনটি” শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) রুমানা আক্তার, সিভিল সার্জন ডা. মোঃ ছাবের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

এ দিবসটির উপলক্ষ্যে জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে নগদ অর্থ ও চেক প্রদান করা হয়। কল্যাণ রাষ্ট্রীয় বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডায় জুলাই গণঅভ্যুত্থানের বীর সেনানীদের মাঝে অনুদান ও উপকার ভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়। এ সময় জুলাই-আগষ্ট আন্দোলনে আহত ১৩ জনকে ১লক্ষ ৪০হাজার টাকার চেক প্রদান করা হয়।

Related Articles

Back to top button