Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক সবার” শ্লোগানে পার্বত্য খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

 

২২অক্টোবর ২০২৪ , মঙ্গলবার সকালে জেলা শহরের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর পরেই বর্ণাঢ্য ‌র‍্যালী অনুষ্ঠিত হয়।র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা ও কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।

 

এ উপলক্ষ্যে আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্সুরেন্স লি. জেনারেল ম্যানেজার মো. ইসমাইল হোসেন সবুজ।

 

বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, আর যাতে কাউকে জীবন হারাতে না হয়, সেই জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় জেলা নিসচা’র সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সহ-সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, সদর থানার উপ-পরিদর্শক মো. আমির হোসেন, সাইফুউদ্দিন আবু আনসারী মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button