খাগড়াছড়িতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সপ্তাহব্যাপি তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা(অনুর্ধ্ব-১৭) এর উদ্ভোধন করা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৫, সোমবার সকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসি বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,তারুণ্যের মাঝে আমরা যে শক্তি আমরা দেখিছি। পরিবর্তনের শক্তি দেখেছি। সেই পরিবর্তনকে সামনে রেখেই আজকের এই আয়োজন। এই তরুণরাই আগামীর বাংলাদেশ। তরুণেরা খেলাধুলায় এগিয়ে যাবে। এ সময় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব সম্পর্কেও তিনি দিক নির্দেশনা দেন ।
উদ্বোধনী খেলায় মাটিরাঙ্গা উপজেলা বালক-বালিকা ও খাগড়াছড়ি সদর উপজেলার বালক-বালিকা দল অংশ নেন। এ খেলায় খাগড়াছড়ি সদর উপজেলা অনুর্ধ্ব-১৭ বালক দলকে ০-১গোলে হারিয়ে টুর্নামেন্টে এগিয়ে মাটিরাঙ্গা উপজেলা বালক অনুর্ধ-১৭ দল। অপরদিকে খাগড়াছড়ি উপজেলা বালিকা দলকে ট্রাইবেকারে ২-৩ গোলে হারিয়ে বিজয়ী হন মাটিরাঙ্গা বালিকা অনুর্ধ্ব-১৭ দল।
বিকালে গুইমারা উপজেলা অনুর্ধ্ব-১৭ দলকে ট্রাইবেকারে ৪-৫ গোলে হারিয়ে বিজয়ী হন মহালছড়ি বালক অনুর্ধ্ব-১৭ দল। অপরদিকে মহালছড়ি বালিকা অনুর্ধ্ব-১৭ দলকে ট্রাইবেকারে ৩-৪গোলে হারিয়ে বিজয়ী হন গুইমারা উপজেলা বালিকা অনুর্ধ্ব-১৭দল।
আয়োজক কমিটি’র সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান,এ টুর্নামেন্টে যারা ভালো করবে,তাদের মধ্য থেকে ১৮ জন বালক ও ১৮জন বালিকা খেলোয়ারদের পরবর্তীতে খাগড়াছড়ি জেলা দলের হয়ে চট্টগ্রাম বিভাগীয় টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।
এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য,এন এস আই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া , ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম সহ ক্রীড়ামোদি দর্শকেরা উপস্থিত ছিলেন।