খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত মৎসচাষীদের মাঝে পোনামাছ ও মৎস্য উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
২২অক্টোবর ২০২৪, মঙ্গলবার সকালে জেলা সদরস্থ মৎস্য বীজ উৎপাদন খামারের হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ৷
সভা শেষে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। এ সময় সাড়ে ৭ কেজি হারে ৫০জন চাষীকে মোট ৩ শ ৭৫কেজি মৎসপোনা ও বিগত ২০২০-২০২৪ অর্থবছরে উন্নয়নকৃত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছের প্রযুক্তির প্রদর্শনী খামারের জন্য মৎস্য খাবার,রাসায়নিক দ্রব্যাদী,প্লাস্টিকের ড্রাম,বালতি সহ যাবতীয় মৎস্য জাতীয় উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন ।