Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যা ও প্রতিকার বিষয়ক শীর্ষক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে বাংলাদেশ হেল্থ ওয়াচ’র সহযোগিতায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যা, প্রতিকার ও করনীয় বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২জানুয়ারি ২০২৫ , বুধবার সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রুবেল।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ ছাবের বলেন,অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক লাগে। এটা যেমন সত্য, তেমনি এই অ্যান্টিবায়োটিক আবার কখনও আমাদের মৃত্যুর কারণ হতে পারে, মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সবার সমন্বিত প্রচেষ্টা এবং সচেতনতার মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিকার করা সম্ভব। শুধু ডিগ্রিধারী ডাক্তার এবং নার্সদের সচেতন করলেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যার সমাধান হবে না, সবাইকে সচেতন করতে হবে। এছাড়াও রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিদের অ্যান্টিবায়োটিক বিক্রি করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধিদের এই বিষয়ে সচেতনতামূলক পরামর্শসহ বিভিন্নভাবে সচেতনতা তৈরি করার অনুরোধ জানান তিনি।

 

ডাক্তার মোহাম্মদ রুবেল বলেন,নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, সেবন, অতিরিক্ত বা অ্যান্টিবায়োটিকসেবনের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হওয়ার বিষয়ে বিশদভাবে বিশ্লেষণ করেন তিনি। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সমস্যা, প্রতিকার এবং করণীয় বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

 

জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুর, পল্লী চিকিৎসক, ফার্মেসিস্ট প্রতিনিধি, জন প্রতিনিধি,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button