Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ’র সদস্যদের পুনর্মিলনী উদযাপন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে উৎসব ও আনন্দমুখর পরিবেশে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) পেরাছড়া ইউনিয়ন শাখা ও জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে ও ওয়াই-মুভস-প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কারিগরি সহযোহিতা এনসিটিএফ’র সদস্যদের পুনর্মিলনী উদযাপিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল ” উদযাপন করি সাফল্য একসাথে”।

 

 

৩০ সভেম্বর ২০২৪ , শনিবার বিকালে খাগড়াছড়ি উপজেলার পেরাছড়া ইউনিয়নের পল্টন জয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে পেরাছড়া এনসিটিএফ -এর সভাপতি প্রত্যয়ন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

 

অনুষ্ঠানের শুরুতেই পেরাছড়া এনসিটিএফ’র অভিভাবক,সাবেক বর্তমান এনসিটিএফ’র বিগত বছরের জাবারাং কল্যাণ সমিতি ও ওয়াই-মুভস প্রকল্পের নানান ধরনের কার্যক্রমের অভিজ্ঞতা শেয়ার করেন এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহবান জানান।

 

জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় অতিথিরা বলেন, যৌন প্রজনন স্বাস্থ্য, জেন্ডার,শিশু শ্রম,বাল্যবিয়ে,মাদক বিরোধী বিষয়ক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বক্তারা আরও বলেন,আজকের শিশুরা আগামীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও দেশ চালাবে। তারাই আগামী দিনের পরিবার,সমাজ ও দেশের সম্পদের পরিণত হবে। সমাজ ও দেশ পরিবর্তনে আগামীতেই শিশুরাই ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।

 

বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা,শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীস্বার খীসা,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদেস্না চাকমা প্রমুখ।

 

এসময় পেরাছড়া এনসিটিএফ’র অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button