Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে আস্থা প্রকল্পের পরামর্শ সভা

 স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আস্থা প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সুরক্ষা এবং গণতান্ত্রিক চর্চা প্রসারের লক্ষ্যে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্টেকহোল্ডার, নাগরিক প্ল্যাটফর্ম এবং ইয়ুথ গ্রুপের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পরামর্শ সভা।

 

১৬ জুন ২০২৫ , সোমবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুর হিলটপ গেস্ট হাউজ কনফারেন্স হলে তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের চেয়ারপার্সন ত্রিনা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

 

এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো.ওয়ালি উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান, মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা সহ ইয়ুথ গ্রুপের প্রতিনিধিরা।

 

সভায় বক্তারা বলেন, আস্থা প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক ক্ষমতায়ন, সহিংসতার বিরুদ্ধে সুরক্ষা, এবং সরকারি নীতির সাথে সমন্বয় করে নাগরিক অধিকার নিশ্চিত করার উদ্যোগ গুরুত্ব পূর্ণ। যুব সমাজ ও নাগরিক প্ল্যাটফর্মের সক্রিয় অংশগ্রহণ এসব উদ্যোগকে তৃণমূলে কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হবে বলেও মত দেন তারা।

 

পরামর্শ সভায় সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প সংশ্লিষ্ট ‘প্রাপ্তি ও প্রত্যাশা’র উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করেন।

 

উল্লেখ্য, আস্থা প্রকল্প মূলত সহিংসতা থেকে সুরক্ষা এবং অংশগ্রহণ মূলক নেতৃত্ব বিকাশে তরুণ-তরুণী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Related Articles

Back to top button