কড়া নিরাপত্তায় পবিত্র ঈদের নামাজ করলো থানচি-র মুসলমানেরা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি,বান্দরবান :
সোনালী ও কৃষি ব্যাংক ২ টিতে দুধর্ষ ডাকাতি রাতের গুলি বর্ষণ গুলাগুলি এলাকার থম থমে বিরাজ , ভয় ও আতংকের পরিস্থিতিতে আইন শৃংঙ্খলার বাহিনীদের প্রহরায় বান্দরবানে থানচি উপজেলার ৪ টি মসজিদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসলমানেরা।
বৃহস্পতিবার ১১ এপ্রিল সকাল ৮ – ১৫ টা উপজেলার সদরের জামের মসজিদ,টিএন্ডটি পাড়া জামের মসজিদ,বলিপাড়া বাজার জামের মসজিদ, মুসলিম পাড়া জামের মসজিদ সাধারণ মুসলীরা, সরকারী বেসরকারী কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন।
মুসল্লীরা জানান, আমরা শান্তি শৃংঙ্খলার মধ্যে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ পরতে পেরেছি মহান আল্লাহ আমাদের ঈদের নামাজ কবুল করুন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জসিম উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সদর জামের মসজিদের পবিত্র ঈদের নামাজ আদায় করেন।
পবিত্র ঈদের নামাজ শেষে থানচি বাজার জামের মসজিদের খতিব ঈমাম মাওলানা ক্বারী আনিস উল্লাহ মোবারক বলেন , গত কয়েক দিনের ভর দুপুরে ব্যাংক ডাকাতি,পরদিন পুলিশ ক্যাম্পের লক্ষ্য করে রাতে গুলাবর্ষন সহ নানা আতংকের মাঝে জনমনে ভয়ভিতি পরিস্থিতির সৃস্টি হয়েছিল। সেটি কাটিয়ে উঠতে আজ পবিত্র ঈদের নামাজের মাধ্যমে অশান্ত পরিস্থিত যেন শান্ত পরিবেশ ফিরে পাওয়া মহান আল্লাহ নিকট দোয়া চেয়েছি এবং আমাদের কবুল করুন।