Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলবিনোদনসারাদেশ

ক্ষদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের তিনদিন ব্যাপি মিউজিক ক্যাম্প সম্পন্ন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে তিন দিনব্যাপি ত্রিপুরা,চাকমা ও মারমা সম্প্রদায়ের গীতিকার,সুরকার,কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণের মিউজিক ক্যাম্প- ২০২৪ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

 

 

১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির আলুটিলা তারেং চুমুই রেস্টুরেন্টে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও সাংস্কৃতিক-সমবায় -প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক নিলোৎপল খীসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

এ সময় অন্যান্যদের মধ্যে ক্ষদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নির্বাহী সদস্য চামেলী ত্রিপুরা,নির্বাহী পরিষদের সদস্য আর্য্য মিত্র চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে নিউঅং মারমা’র সঞ্চালনায় অতিথি বক্তারা বলেন, শিল্পীদের মন শৈল্পিক চর্চায় ব্যস্ত থাকেন। তিনব্যাপি এই মিউজিক ক্যাম্পিং অনেক কিছু শিখেছেন। অনেক কিছু জেনেছেন। সুন্দর এই দেশের ভূখন্ডে। গান পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। আমরা মনে করি গান শুনেনা এমন লোক এই দেশে খুঁজে পাওয়া যাবেনা। নিজেদেরকে নিজেদের সংস্কৃতি গুলোকে ধরে রাখতে হবে। আগ্রহ বাড়াতে হবে। এছাড়াও ক্ষুদ্র জাতিসত্বার সাংস্কৃতিকে বেগবান করার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

 

তিন দিনব্যাপী এ মিউজিক ক্যাম্পে ত্রিপুরা সম্প্রদায়ের ১০জন শিল্পী , চাকমা সম্প্রদায়ের ১০জন ও মারমা সম্প্রদায়ের ১০জন করে ৩০ জন বিভিন্ন পর্যায়ের শিল্পীরা অংশ নেন।

Related Articles

Back to top button