ক্রিকেট টুর্নামেন্টে উপজেলা একাদশকে ৩৭ রানে হারিয়ে মান্নান একাদশ ক্লাব চ্যাম্পিয়ন হয়।
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে মরহুম এ্যাডভোকেট শওকত আকবর স্মৃতি স্মরণে আয়োজিত T-10 ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট ২০২৩ শুক্রবার বিকালে সদর উপজেলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে উপজেলা একাদশকে ৩৭ রানে হারিয়ে মান্নান একাদশ ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
T-10 ক্রিকেট টুর্নামেন্ট টি মরহুম এ্যাডভোকেট শওকত আকবরের ছোট ভাই মোঃ মাসুদ রানার আয়োজনে মোঃ হালিম মুন্সী সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। সফলতার সহিত টুর্নামেন্ট আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ মনির হোসেন ও মোঃ মোরশেদ ।
এ সময় অন্যান্যদের মধ্যে স্বপ্নপুরী যুব সমবায় সমিতির লিঃ এর সভাপতির মোঃ আব্দুর রহিম হৃদয়, ক্রীড়া ব্যক্তিত্ব রঞ্জিত দেবনাথ, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক রবীন্দ্র বড়ুয়া, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।