কৃষি জমির টপসয়েল কাটায় জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সাতকানিয়া , চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল (কৃষি জমির উপরিভাগের মাটি) কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেজিস্ট্রেশন বিহীন ডাম্প ট্রাক দিয়ে মাটি পরিবহন করার অপরাধে অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৩ জানুয়ারি ২০২৪ শনিবার উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডিত মোঃ রেজাউল করিম দক্ষিণ রুপকানিয়ার মৃত ইমাম উদ্দিনের গ্রামের মৃত ছেলে ও আরমান খাগরিয়া মৈশামুড়ার আহমদ সফির ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি কেটে পরিবেশ এর ভারসাম্য নষ্ট করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে বলেও জানান।