Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

কৃষিজমির মাটি কাটায় ইউপি চেয়ারম্যানের জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী , চট্টগ্রাম  :
চট্টগ্রামের হাটহাজারীতে কৃষিজমির উপরিভাগ মাটি কাটার দায়ে মোহাম্মদ হারুনুর রশিদ নামে ধলই এর সাবেক ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও বলেন, সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, রাস্তার ঠিক পাশেই এক্সেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করেন, পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী জরিমানা করা হয়।

 

তিনি আরো বলেন, কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে হাটহাজারী মডেল থানার একটি ফোর্স সহযোগিতা করেন।

 

Related Articles

Back to top button