Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

কুমিল্লায় এনামুল হত্যা মামলার আসামী পানছড়িতে আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার সীমান্ত ইউনিয়ন লোগাং থেকে কুমিল্লায় আওয়ামী লীগ নেতা এনামুল হত্যার দুই আসামীকে আটক হয়েছে।

২০ মে ২০২৩ শনিবার সকাল দশটা দিকে পানছড়ি থানা পুলিশের সহযোগিতায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল লোগাং আমতলা এলাকা থেকে তাদের আটক করে।

 

আটককৃত আবু সাইদ (২৩) কুমিল্লা কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকার জাকির হোসেনের সন্তান ও আমান উল্লাহ (৩৩) একই এলাকার আমিরুল ইসলামের ছেলে।

নিহত আওয়ামী নেতা এনামুল হক

জানা যায়, মো:এনামুল হক (৩২) শুক্রবার (১৯ মে) জুম্মা নামাজের পর সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখা চর এলাকায় মসজিদ থেকে ফেরার পথিমধ্যে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। জামায়াত শিবির নেতা কাজী জহির গংরা দীর্ঘদিন ধরে দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী এনামুলের প্রতিষ্ঠিত মাদ্রাসাটি দখলের চেষ্টা করছে। গত কয়েকদিন আগে কাজী জহিরগংরা এলাকায় মাদক সেবনের আড্ডার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে। মাদকের প্রতিবাদ করায় জুম্মার নামাজের পর কাজী জহির সহ তার দলের অনুসারীরা দা ছুরি নিয়ে অর্তকিত ভাবে কুপিয়ে এনামুলের গলায় হাত সহ পুরো শরীরের আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এনামুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আওয়ামী নেতা এনামুল হক (৪০) কে হত্যা শেষে আবু সাইদ ও আমান উল্লাহ নিজেদের রক্ষায় পানছড়ি উপজেলার লোগাং আসে।

 

২০ মে শনিবার সকালে পানছড়িতে হাজির হয় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল। পানছড়ি থানা পুলিশের সহযোগীতায় ডিবি পুলিশ তাদের আটক করে।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের এসআই আমিরুল তদন্তের স্বার্থে কিছু না বলে দু’আসামীকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন রশিদ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Related Articles

Back to top button