কুতুবদিয়ায় জাতীয় যুব দিবস পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,কুতুবদিয়া , কক্সবাজার :
স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর ২০২৩ বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুতুবদিয়ার উদ্যোগে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন(ইপসা) সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, যুব ঋনের চেক ও প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ বিতরণ করা হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজবাহ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইপসা প্রতিনিধি জাহেদুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ৪০ জনের মাঝে যুব ঋণের চেক ও ১০ জনের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।