কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে পলাতক আসামী আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই ,রাঙামাটি :
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানায় , গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মুহাম্মদ সাইফুল ইসলাম দিক নির্দেশনায় থানার ওসি মোঃ আবুল কালামের তত্ত্বাবধানে এএসআই মোঃ লিটন মিয়া, এএসআই অর্জুন চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন(৩৬), পিতা- ইউনুছ মিয়া, সাং- কয়লার ডিপু, থানা/উপজেলা- কাপ্তাই, জেলা- রাঙামাটি’কে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে আটক করে।
আটক আসামী আনোয়ার হোসেন জিআর মামলা নং-১৫/২০২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। আটক আসামীকে দ্রুত রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হবে বলে থানা সূত্র জানায়।