Breakingচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ

কাপ্তাই চিৎমরম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের দু’পক্ষের দফায় দফায় গুলি বিনিময় আতঙ্কে জনগণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই, রাঙামাটি : কাপ্তাই চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার বামনী পাড়া ও চিৎমরম বাজারের পার্শ্বস্থ এলাকায় গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২২ বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আঞ্চলিক দু’টি দলের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গত বুধবার বিকেল হতে জেএসএস (সন্তু) সমর্থিত সশস্ত্র সন্ত্রাসী এবং মগ পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গোলাগুলিতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে ওসি জানান। এ ঘটনার পর হতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন ।

এদিকে চিৎমরমের অধিবাসী রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী বৃহস্পতিবার সকালে মুঠোফোনে জানান, আমরা চিৎমরমবাসী আতঙ্কের মধ্যে রয়েছি। জেএসএসের (সন্তু) সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ও মগ পার্টির সশস্ত্র দু’পক্ষের মধ্যে গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত থেমে থেমে গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় চিৎমরম এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Related Articles

Back to top button