Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন কাপ্তাই কৃষি সম্প্রসারণ অফিস সংলগ্ন অনির্বাণ ক্লাব নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন‌।

 

৩ ফেব্রুয়ারী ২০২৪ শনিবার সকাল সাড়ে ১১ টায় ভিত্তি প্রস্তর স্থাপন শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে উপজেলা কৃষক লীগের নব অনুমোদিত কমিটির পরিচিতি সভা ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ।

 

উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন যথাক্রমে বাংলাদেশ কৃষক লীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহিদ আকতার ও সাধারণ সম্পাদক উদয় শংকর তনচংগ্যা।

 

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা (জটিল) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।

এ সময় সংগঠনের নবগঠিত কমিটির সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে দীপংকর তালুকদার এমপি উপজেলার লগগেইট এলাকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে লগ গেইট মসজিদের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন।

 

সবশেষে তিনি বিকেলে কাপ্তাই নতুন বাজার সংলগ্ন আনন্দমেলা মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পরিচিত হন এবং শান্তি পায়রা কবুতর উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

 

 

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নবী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৬ ইবি, কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল, পিএসসি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর এবং সাধারণ সম্পাদক আকতার আলম।

Related Articles

Back to top button