Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

কাপ্তাইয়ে পুলিশি অভিযানে মদ সহ দুইজন আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক , কাপ্তাই ,রাঙামাটি : যাত্রীবেশে অভিনব কায়দায় কাপ্তাই থেকে মধ্যরাতে চোলাই মদ পাচার কালে সিএনজি অটো রিকশা সহ দুইজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

৯ আগষ্ট ২০২২ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার টহলরত পুলিশ সদস্যরা রেশম বাগান চেকপোস্ট এলাকায় গাড়ি তল্লাশি চালিয়ে সিএনজির পিছনে ইঞ্জিলের ডালায় ৪টি বস্তায় ১২০ লিটার চোলাই মদ সহ মোঃ ইয়াছিন (৩৫) ও পয়েল বড়ুয়া (৩৭) নামে এই দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে । মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হলেও ওই গাড়ির চালক পালিয়ে যায়। অটোরিক্সাটির রেজিঃ নং- (চট্টগ্রাম-থ অনটেস্ট)।

কাপ্তাই থানা পুলিশ সুত্রে গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মৃত নুর মোহাম্মদের ছেলে এবং পয়েল বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি বড়ুয়া পাড়ার সুমন বড়ুয়ার ছেলে বলে নিশ্চিত করেন।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই ওমরা খানের এর নেতৃত্বে এএসআই মোঃ লিটন মিয়া সহ সঙ্গীয় ফোর্সের তৎপরতায় মঙ্গলবার রাতে থানার পুলিশ সদস্যরা বড়ইছড়ি সদরে রাত্রীকালিন টহলরত অবস্থায় ভোরে সন্দেহজনক একটি সিএনজি অটোরিক্সা’ কে গতিরোধ করলে চালক গাড়িটি রেখে পালিয়ে গেলেও গাড়িটিতে অবস্থানরত মোঃ ইয়াছিন ও পয়েল বড়ুয়া নামে এই দুইজনকে আটক করে, ওই সময় গাড়িটি তল্লাশী চালালে পিছনে ইঞ্জিনের কভারের ভিতরে ৩টি প্লাস্টিকের বস্তায় ৪০টি স্যালাইনের পেকেটে ডুকানো প্রায় ১২০ লিটার চোলাই মদের সন্ধান মেলে ।

আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button