Breakingচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ

কাপ্তাইয়ে দুর্যোগ বিষয়ে সচেতনতা মুলক ক্যাম্পেইন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
কাপ্তাই উপজেলাধীন ৪ নং কাপ্তাই ইউনিয়ন এলাকাধীন ঢাকাইয়া কলোনী নামক স্থানে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় ও কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ বিষয়ে (পাহাড় ধ্বস, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড) জন সাধারণের মাঝে সচেতনতা মূলক ক্যাম্পেইন ১৬ জুন সকালে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপস্থিত থেকে পাহাড়ের ঢালে বসবাসরত পাহাড় ধ্বসের ঝুঁকিতে রয়েছে ।
পাঁচ শতাধিক পরিবারকে প্রতি বছরের ন্যায় বর্ষা মৌসুমে অতি বর্ষণের ফলে পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে হতাহতের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা সমূহ পরিদর্শন করে মাইকিংয়ের মাধ্যমে পাহাড় ধ্বসের পরবর্তী কার্যক্রম সম্পর্কে প্রচার ও প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করেন।

এ সময় তিনি বর্ষা মৌসুমে অতি বৃষ্টির ফলে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাস কারীদেরকে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে (কাপ্তাই উচ্চ বিদ্যালয় ) নিরাপদ স্হানে যাওয়ার জন্য মাইকিং করে অবহিত করন সহ পরামর্শ দেন।এ সময় সাথে ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন, ০৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহীন আলম সহ ফায়ার সার্ভিসের কর্মীরা।

Related Articles

Back to top button