Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,কাপ্তাই ,রাঙামাটি :
পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়ার নবনির্বাচিত প্রেসক্লাবের কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় কাপ্তাই ও রাজস্থলী প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি – সাধারণ সম্পাদক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ২৬ সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

১১ জানুয়ারি ২০২৫, শনিবার দুপুরে অপরুপ সৌন্দর্যের নীলাভুমি কাপ্তাই উপজেলার বগারচরে পেশাদার সাংবাদিকদের সংগঠন কাপ্তাই,রাঙ্গুনিয়া ও রাজস্থলী সাবেক ও বর্তমান নবনির্বাচিত প্রেসক্লাবের কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকলেই মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

 

বগারচর পিকনিক স্পটের স্বত্বাধিকারী দৈনিক দিনকাল প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ শহিদুল ইসলামের ব্যক্তিগত আয়োজনে সংবর্ধনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা আয়োজন করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠান দৈনিক দিনকালের রাঙ্গুনিয়া প্রতিনিধি মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দ্বীন মোহাম্মদ।

 

এ সময় রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী সহ নবগঠিত কমিটি’র নেতৃবৃন্ধরা সহ কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাফুজ আলম, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আইয়ুব চৌধুরী, সাংবাদিক পান্থ নিষাস বড়ুয়া, আকাশ আহমেদ, মোহাম্মদ আলী, মাসুদ নাছির, আব্বাস হোসেন আফতাব, শান্তি রঞ্জন চাকমা, এম.এ. মতিন, চৌধুরী মুহাম্মদ রিপন, রিপন মারমা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাঈল হোসেন নঈন, আশিক এলাহী, তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, মাসুদ বাবুল প্রমুখ।

Related Articles

Back to top button