Breakingরাজনীতিশীর্ষ সংবাদসারাদেশ

কাদের মির্জার ডাকে কোম্পানী গঞ্জে চলছে হরতাল

চেঙ্গী দর্পন প্রতিবেদক , নোয়াখালী : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালিত হয়। হরতালে কোম্পানীগঞ্জ কার্যত অচল হয়ে পড়েছে।


বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি ও ওসি (তদন্ত) কে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জের কয়েকজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জার আহ্বানে এ হরতাল পালিত হচ্ছে।


এরআগে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল এবং শুক্রবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেন আবদুল কাদের মির্জা। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতালের সময় কিছুটা কমিয়ে বেলা ১২টা পর্যন্ত করা হয়।


হরতালের কারণে, ওই উপজেলায় বন্ধ রয়েছে উপজেলামূখী সকল প্রকার যান চলাচল। বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছে দলীয় নেতাকর্মীরা। এদিকে ভোর সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিল বের হয়। হরতালের কারণে কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

Related Articles

Back to top button