Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

কাজে ফিরেছে হাটহাজারী মডেল থানা পুলিশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী , চট্টগ্রাম :
সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে যে কয়েকটি থানা ভাংচুর হয় তারমধ্যে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানাও একটি। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থানায় হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয়েছে থানা গাড়ি পার্কিংয়ে। থানা চত্বরে থাকা কয়েকটি সিএনজি, পুলিশের মোটর সাইকেল সেদিনের ভয়াবহ আগুনে পুড়ে ছাই। হামলা ও ভাংচুর থেকে রেহাই পায়নি থানা মসজিদ পর্যন্ত। আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য ও। পুলিশ সদস্যদের বাঁচাতে ওই রাতে সেনা সদস্যরা থানায় উপস্থিত হয়। পরে সেনা সদস্যদের সহায়তায় পুলিশ নিরাপদ স্থানে চলে যান।

 

দীর্ঘদিন কর্মবিরতির পর (১৩ আগস্ট) মঙ্গলবার থানায় পুলিশ ফিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এদিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় বিএনসিসি সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, ওসি (তদন্ত) নুরুল আলম, ওসি (ইন্টেলিজেন্ট) সৈয়দ ওমর, ওসি (অপারেশন) মোল্লা জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদ সহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, আমাদের ফোর্স থানায় যোগদান করেছেন। জিডি নেওয়ার মতো কিছু সেবা চালু করা হয়েছে। সার্ভার ঠিক হলে অনলাইন কার্যক্রমও শুরু হবে। বর্তমান সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদের সাহায্য করছেন। জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত।

হাটহাজারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ- সমন্বয়ক মোহাম্মদ আমানউল্লাহ বলেন, শেখ হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে যান। তার সময়ে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা থানায় ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। আতঙ্কে পুলিশ শূন্য ছিল হাটহাজারী। দীর্ঘদিন পর পুলিশ কাজে যোগ দিয়েছে। তারা ইতিমধ্যে মাঠে নেমে দায়িত্ব পালন শুরু করছে। এতে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সুযোগ সন্ধানী ও দুস্কৃতিকারীরা গা ঢাকা দেবে। আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটবে।

Related Articles

Back to top button