কর্মপরিকল্পনা প্রণয়নে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মেয়রের মত বিনিময়
চেঙ্গী দর্পন প্রতিবেদক,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া ) : পৌরসভার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নত সেবা দিতে কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল মঙ্গলবার দুপুরে মত বিনিময় করেন। পৌর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত গণমাধ্যমকর্মীরা পৌরসভার উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।
মেয়র তার লিখিত বক্তব্যে জানান, গত পাঁচ বছরে পৌরসভায় ১৭ কোটি ৮১ লাখ ৬৭ হাজার টাকার উন্নয়ন হয়েছে। এর মধ্যে ৩৩৯টি প্রকল্প রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ১০০ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
মত বিনিময় সভায় প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম, আব্দুল মমিন বাবুল, মো. নুরুন্নবী ভূঁইয়া, কাজী হান্নান খাদেম প্রমুখ উপস্থিত ছিলেন। মত বিনিময় কালে সাংবাদিকরা পৌরসভার উন্নয়নে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
মেয়র জানান, তার আমলে আখাউড়া পৌরসভা তৃতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। সাংবাদিকদের পরামর্শগুলো তিনি বাস্তবায়নে চেষ্টা করবেন বলে জানান।