কর্ণফুলীতে সিডিএর উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন
আনােয়ারা ,চট্টগ্রাম :
চট্টগ্রামের কর্ণফুলীতে ব্রিজঘাট বাজারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর আকস্মিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
২৬ মে ২০২৩ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার ব্রিজঘাট কাঁচা বাজার এলাকায় মানববন্ধনের আয়োজন করে পুরাতন ব্রিজঘাট সাধারণ ব্যবসায়ী কল্যান সমিতি ও ভূমির মালিকেরা।
গত ২৩ ও ২৪ মে উপজেলার ব্রিজঘাট এলাকায় পূর্বঘোষণা ছাড়া উচ্ছেদ অভিযানে নেমে দুদিন প্রায় আড়াই শতাধিক দোকান গুড়িয়ে দেয়। এই ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ী ও জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হন। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে করা মানববন্ধনে সিডিএর কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি করেন বক্তারা।
এ সময় স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক বলেন, কিছু মানুষের ইন্ধনে এবং সিডিএর কতিপয় কর্মকর্তার যোগসাজশে কোনো রকমের ঘোষণা ছাড়া এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদের ফলে আড়াই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ব্যবসায়ীদের একই জায়গা তে আবার পূর্ণবাসন চাই। এছাড়াও সিডিএর কাছে ক্ষতিপূরণ দাবি করছি।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতিনিধিরা বলেন, হাজার হাজার মানুষের রুটি রুজি বন্ধের এমন হটকারী সিদ্ধান্ত সিডিএ কিভাবে নিতে পারল আমরা বুঝতেছি না। উচ্ছেদ অভিযান পরবর্তী এখনও সিডিএ ব্রিজঘাট এলাকায় দেয়াল স্থাপন সহ অন্যান্য কাজ করছে। আমরা সিডিএকে বলব আপনারা কাজ বন্ধ করুন। নাহয় আমরা আন্দোলনে নামব।
উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দার বলেন, যতক্ষণ পর্যন্ত সিডিএ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বসে একটা সিদ্ধান্ত হবে না ততক্ষণ পর্যন্ত বাজারে কাজ বন্ধ রাখার আহবান করছি। বর্তমানে অর্থনৈতিক মন্দার সময়ে গ্রামের এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা কোন রকম টিকে থেকে পরিবার নিয়ে বেঁচে আছে। উচ্ছেদের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারাও দুর্ভোগে পড়েছে। বাজার উচ্ছেদের ফলে সাধারণ মানুষ এখন সবজি কেনার সুযোগও পাচ্ছে না। সীমাহীন এমন দুর্ভোগ মেনে নেওয়া যায় না।
এ ছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছৈয়দ আহমদ, কামাল আহমেদ রাজা, বানাজা বেগম, ব্যবসায়ী জাহেদুর রহমান,আনোয়ার সাদাত প্রমুখ।