Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রন বিষয়ে স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক , পানছড়ি (খাগড়াছড়ি) : পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রন বিষয়ে স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


১৪ মার্চ ২০২১ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।


ডাক্তার সুমেন চাকমার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা,ডাক্তার নিবুলা চাকমা প্রমুখ। এতে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ,জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি ( জাইকা) -র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর সুহৃদ খীসা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, কিরন ত্রিপুরা, সাংবাদিক গন, সহকারী স্বাস্থ্য সহকারীগন , বিভিন্ন ইউনিয়নের সদস্য- সদস্যাগন অংশগ্রহণ করে ।

কর্মশালায় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রন, জীবাণুনাশক দ্রবণ তৈরীর নিয়ম, সহ জন সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়।

Related Articles

Back to top button