কক্সবাজারে সমুদ্র সৈকতে ভেসে আসছে জেলিফিস

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার : কক্সবাজারে ভেসে এসেছে বক্স প্রজাতির মৃত জেলি ফিস। গত দু’একদিন ধরে ঢেউয়ের তোডে ভেসে আসা মৃতজেলি ফিস পড়ে আছে সাগর পাড়ে। তাদের মৃত্যুর কারন জানতে উঠে পড়ে লেগেছে বিজ্ঞানিরা। নমুনা সংগ্রহ করে ব্যস্ত এখন গবেষনায়।
বুধবার বিকেলে কক্সবাজার সমুদ্র পাড়ে দেখা যায় অসংখ্য মৃত জেলিফিস। বেশ কয়েকদিন ধরে সমুদ্র পাড়ে দেখা মিলছে মৃুত জেলি ফিশের। দরিয়া নগর থেকে হিমছডি পর্যন্ত ছড়িয়ে থাকা মৃত জেলি ফিসের মিছিলটি বেশ ভারী। এসব জেলি ফিশের একেকটির ওজন ১২ থেকে ১৫ কেজি।
এ বিষয়ে দরিয়া নগরের জেলে গিয়াস উদ্দিন বলেন, সাগর পাড়ে একসাথে এত জেলি ফিসের মৃত্যু আগে দেখেননি। এবারই প্রথম এমনটা হয়েছে।
সমুদ্র গবেষনা ইনস্টিটিউটর বিজ্ঞানী আবু সাইদ মোহাম্মদ শরীফ বলেন, গভীর সাগরে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেলে কম লবণাক্ততার জায়গায় জেলেফিস উপকূলে চলে আসতেই আটকে পড়ে বালুতে। তখন মরে যায়। দীর্ঘ দিন সাগরে মাছ ধরা বন্ধ ছিল। হঠাৎ করেই অনেক ট্রলার মাছ ধরতে গেছে। তাদের জালে আটকেও অনেক জেলিফিস মারা গেছে হয়ত। তবে মঙ্গলবার রাতে মৃত ভেসে আসা জেলি ফিসের নমুনা সংগ্রহ করা হয়েছে। গবেষনার পরই মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। তখন সমুদ্র দূষণ বা অন্যকোন কারণ আছে কিনা তাও গবেষণায় উঠে আসবে। প্রাণঘাতি না হলেও সমুদ্র সৈকতে পড়ে থাকা এসব জেলি ফিশের সংস্পর্শে গেলে চুলকানি সহ নানা সমস্যা হতে পারে ।