Breakingঅপরাধশীর্ষ সংবাদসারাদেশ

কক্সবাজারস্থ ঘুমধুমে মিয়ানমারের তৈরী খাদ্য সামগ্রী উদ্ধার

চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ কক্সবাজারস্থ ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র তুমব্রু বিওপি’র একটি দলের অভিযানে মালিক বিহীন ৫০ সহস্রাধিক টাকার মিয়ানমারের তৈরী রীচ কপি উদ্ধার করা হয়েছে।

২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২ টায় হাসপাতাল পাড়া এলাকা থেকে এসব খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।তৎমধ্যে ১০০ প্যাকেট রীচ কপি ও ৮ প্যাকেট হ্যাপী রীচ কপি রয়েছে।যার বাজার মূল্য ৫৪ হাজার টাকা।


এ সব খাদ্যসামগ্রী উখিয়ায় কাস্টমস শুল্ক গোদামে জমাদানের প্রক্রিয়া চলছে বলে সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি’র তুমব্রু বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সুত্র।

Related Articles

Back to top button