Breakingঅপরাধজাতীয়সারাদেশ

এস এস সি পরিক্ষার্থী নীরব হত্যার ঘটনায় ৯ জন আটক

ফলোআপ -শ্রীনগরে নীরব হত্যা

স্টাফ রিপোর্টার ,মুন্সিগঞ্জ :

শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নীরব হত্যার ঘটনায় ৯  কিশোরকে আটক করেছে র‌্যাব-১০ ও থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

 

র‌্যাব -১০ সিপিসি -২ (ভাগ্যকুল) এর ভারপ্রাপ্ত কর্মকতা এ কে এম কাউসার চৌধুরী জানান, শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নীরব হত্যার ঘটনায় উত্তর কামারগাও এলাকার মো.শাহীন সিকদার (১৬),জগন্নাথ পট্টি এলাকার মো. রোমান মৃধা (১৭), কাদিরকান্দা এলাকার মো. রায়হান (১৭), একই এলাকার মো.জাহিদ (১৭), মো.আবির (১৭) আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পুলিশের নিকট আটককৃত  কিশোররা হলো,উপজেলার বাঘড়ার মাগডাল এলাকার মনু মিয়ার ছেলে রাজিব (১৭), আক্কাস আলী মৃধার ছেলে তাহসান (১৪), একই এলাকার সুমির ছেলে রুদ্র (১৪) ও পশ্চিম কামারগাঁও এলাকার মো.রাশেদের ছেলে শাওন (১৪)।

 

 

এর আগে ৯ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার বিকেলে এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার প্রতিবাদের জের ধরে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নীরবকে।

নিহত নীরব হোসেন (১৭) চাঁদপুর জেলার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে।বাবা দেলোয়ারের মৃত্যুর পর শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকায় মামার বাড়িতে থাকত নীরবরা। নীরব স্থানীয় কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ে সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছে। পরে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। ওই দিন দুপুরে বিদ্যালয়ের ফটকের সামনে কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করছিলেন মাগডাল গ্রামের তরুণ আরেফিনসহ আরও কয়েকজন। বিষয়টি দেখে নীরব, কাজী ওহিদুল সহ (২০) তিনজন প্রতিবাদ করেন। তখন দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। স্থানীয় লোকজন তাদের ঝগড়া থামিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে কামারগাঁওয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে বসে ছিলেন নীরব ও ওহিদুল। গতকালের ঘটনার জেরে আরেফিন সহ ১০-১২ জন তাঁদের ওপর হামলা করেন। এ সময় ওহিদুল পালাতে পারলেও নীরব পালাতে পারেনি। হামলাকারীরা নীরবকে ছুরিকাঘাত করে পাশের একটি খালে ফেলে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা আরোও জানান, বাঘড়ায় আরেফিনদের বড় একটি কিশোর গ্যাং আছে। ওরা প্রায়ই ইভটিজিং, মারামারি, ঝগড়া-বিবাদ করে।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে ১০ ফেব্রুয়ারী শনিবার সকালে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, শুক্রবার ঘটনার পর থেকে অভিযুক্তদের আটক করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।শুক্রবার দিবাগত রাতে ঘটনার সঙ্গে জড়িত চারজন কে আমরা গ্রেফতার করি ও র‌্যাব  ১০ ৫ জনকে আটক করে । এ ঘটনায় নিহতের মা দিলারা বেগম বাদি হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Related Articles

Back to top button