খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

এতিমখানা ও মাদ্রাসা’র শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন পুলিশ সুপার মুক্তা ধর

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
মহান বিজয় দিবস উপলক্ষে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করে নিজ হাতে খাবার পরিবেশন করে খাওয়ালেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর।

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদরাসার সভাপতি খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর খাগড়াছড়ি দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মধ্যাহ্ন ভোজে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর নিজ হাতে এতিমদের খাবার পরিবেশন করে খাওয়ান।

 

এ সময় তিনি বলেন যে, আমাদের আশপাশে বসবাসরত মানুষের ভালোমন্দের দিকে খেয়াল রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা পরস্পরের প্রতি সহমর্মিতাএ ও সহযোগিতার মনোভাব বজায় রেখে একের জন্য অন্যে এগিয়ে এলে সুন্দর সমাজ বিনির্মাণ এবং যাদের আত্মত্যাগে এই বাংলাদেশ সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন সম্ভব হবে।

 

এ মধ্যাহ্ন ভোজ ও দোয়া মাহফিলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button