Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

এক ঘণ্টার জন্য পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হলো স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোহনা ত্রিপুরা এক ঘণ্টার জন্য প্রতীকী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

১৫ অক্টোবর ২০২৩ রবিবার সকাল ১১টায় থেকে ১ ঘণ্টার জন্য মোহনা ত্রিপুরা এ দায়িত্ব পালন করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্ব পালনকারী মোহনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড চেলাছড়া পাড়ার রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে।

 

সুচনাতেই চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরীয় দিয়ে পরিষদের পক্ষ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বরণ করে নেন । পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ কার্যক্রমে অংশ নেয় তিনি। এতে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

 

গার্লস টেকওভার প্ল্যান ইন্টারন্যাশনালের একটি প্রতীকী কর্মসূচি, ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ)’র মাধ্যমে মেয়েদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি-র আয়োজনে সামাজিক নেতৃত্বে ভূমিকা পালনে এগিয়ে আনতে নারীদের স্বপ্ন দেখানো আর সাহস জোগাতে , প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে এক দিনের জন্য সমাজের গুরুত্বপূর্ণ কোনো পদের দায়িত্ব একজন কন্যা শিশুর কাছে হস্তান্তর করা হয় ।

 

এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দিন, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, জাবারাং এর প্রজেক্ট অফিসার দোলন দাশ সহ এনসিটি এফ -এর সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button