একই সাথে ৪ সন্তানের মা হলেন রামগড়ের ফারজানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : ফেনীর একটি বেসরকারী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামে খাগড়াছড়ির রামগড়ের এক গৃহবধূ।
বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ ) দুপুরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।
ওই গৃহবধুর নাম ফারজানা আক্তার। তিনি খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীর কুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী ।
চিকিৎসকেরা জানান, ফারজানা আক্তার দীর্ঘদিন সাব-ফার্টিলিটিতে ভুগছিলেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।
নবজাতকদের পিতা আলমগীর হোসেন জানান, চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেক আপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।
অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রোকসানা বেগম স্বপ্না বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।