উৎসব মুখর পরিবেশে ফটিকছড়ির দুই ইউপি নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র জমা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ির নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়ন জমা দানের শেষ দিন।
এদিন সকাল থেকে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায় দুই ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে মোট ৭৬ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তন্মোধ্য, নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
অন্যদিকে, খিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা মদস্য পদে ৮ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিন পদের বিপরীতে দুই ইউনিয়নে মোট ৭৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। আগামী ৯ মার্চ উভয় ইউনিয়নে অবাধ, সুষ্ঠ ভোট উপহার দিতে তিনি সবার সহযোগীতা কামনা করেন।