Breakingজাতীয়শীর্ষ সংবাদসারাদেশ

উষ্ণ সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত বিশ্বজয়ী হাফেজ তাকরীম

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :
টাঙ্গাইলের নাগরপুরে উষ্ণ সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত বিশ্বজয়ী কোরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়।

হাফেজ তাকরীম উপজেলার ভাদ্রা গ্রামের মাও: আব্দুর রহমানের ছেলে। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় বিশ্বের ১১১টি মুসলিম দেশ অংশ গ্রহণ করে। ওই প্রতিযোগীতায় অংশ নিয়ে নাগরপুরের কৃতি সন্তান ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহম্মদ তাকরীম ৩য় স্থান অর্জন করে। তার এই বিশাল অর্জনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি উপস্থিত ছিলেন । অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার সরকার মো. কায়ছার, উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারি কমিশনার (ভ‚মি) মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী , তাকরীমের বাবা মো. আবদুর রহমান প্রমুখ সহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাফেজ তাকরীমকে চেক প্রদান করছেন জেলা প্রশাসক

সংবর্ধনা অনুষ্ঠানে তাকরীমের সম্মানে জেলা প্রশাসক ১ লক্ষ টাকা , টাঙ্গাইল পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লক্ষ ও উপজেলা প্রশাসানের পক্ষে ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Related Articles

Back to top button