Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাজেট কর্মশালা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ( খাগড়াছড়ি) : জেলার পানছড়ি উপজেলার পুষ্টি কার্যক্রমের বাজেট বিশ্লেষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন প্রকল্পের কো অর্ডিনেটর ডরথী চাকমার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।

কর্মশালায় পুষ্টি বিষয়ক প্লাটফর্ম গঠন পরামর্শ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Related Articles

Back to top button