Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

উচ্চ আদালতে নির্দেশনায় সাংগু ব্রিক্সফিল্ড বন্ধ করেছে প্রশাসন

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
উচ্চ আদালতে  নির্দেশনা উপেক্ষা করে পার্বত্য বান্দরবানে থানচি উপজেলার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ২০১৯ সংশোধনি ধারা মোতাবেক সাংগু ব্রিক্সফিল্ড (এসবিএম) ইটভাটা কে বন্ধ ঘোষনা , ৩ লক্ষ টাকা জরিমানা এবং ৫৫০ ঘনফুট কাঠ জব্দ করেছে  ভ্রাম্যমাণ আদালত।

 

২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার দুপুরে উপজেলায় উষামং হেডম্যান পাড়া এলাকায় সাংগু ব্রিক্সফিল্ড ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১০ লক্ষাধিক  প্রস্তুত কাঁচা ইট, ১ লক্ষাধিক পোরা ইট পানি মেরে নস্ট করে দেয়া হয়।

 

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর,বন বিভাগ, ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম,রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর, বিভাগের স্পেশাল ওসি রাফি উদ দৌলা, খ্যায়াচলং রেঞ্জার জুয়েল চৌধুরী,সেকদু রেঞ্জার সোহেল হোসেন, থানা সহকারী উপ- পুলিশ পরিদর্শক চন্দ্র কুমার কুর্মী,স্পিট বোট পরিচালক (এসবিডি) মো: ফরিদ মিয়া উপস্থিত ছিলেন।

প্রশাসনিক সূত্রে জানা যায়, ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মে পরিবেশ অধিদপ্তরের বিধিনুযায়ী জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করে ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সংশোধনী ২০১৯ ধারা অভিযোগ এনে অভিযান  করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button