Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

উখিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, উখিয়া , কক্সবাজার  :
জেলার উখিয়ায় উপজেলা পর্যায়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

 

উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উপজেলার ৫ টি ইউনিয়নে ১ লাখ ২২ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র ধাপে ধাপে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন।

Related Articles

Back to top button