উখিয়ায় সাজাপ্রাপ্ত ৪ আসামী আটক
উখিয়া , কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় সাজাপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেপ্তার করছে উখিয়া থানা পুলিশ।
১৮ জুন ২০২৩ রবিবার গভীর রাতে উখিয়ার মনখালী, ছেপট খালী, ইনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মনখালী বটতলী এলাকার জাফরুল ইসলামের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৫০), একই এলাকার ফজলুল করিমের ছেলে ফরিদ আলম (৪৫), মনখালী চাকমারকুল এলাকার মৃত আশরাফ আলীর ছেলে ছুর মোহাম্মদ (৬৫), ছেপটখালী এলাকার হাফেজ আহাম্মদের ছেলে নুরুল আমিন (৬০)।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাসেল (পিপিএম) এর নির্দেশে ও অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী এর নেতৃত্বে এসআই মোঃ মহসীন চৌধুরী সহ পুলিশের একটি টীম গতকাল দিবাগত রাতে উখিয়া থানাধীন মনখালী, ছেপটখালী, ইনানী এলাকায় অভিযান চালিয়ে বন মামলার সাজাপ্রাপ্ত ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ২০০৭ সালে প্রত্যেককে এক বছর করে সাজা মামলা দেওয়া হয়। আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণে কক্সবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।