Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে পানছড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে উল্টাছড়ি ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার বাদ আছর মধ্যনগর সিনিয়র মাদ্রাসা ময়দানে সংগঠনটির সভাপতি মোঃদানেশ আলী আজাদীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে ইউপি চেয়ারম্যান মোঃ আহির উদ্দিন উপস্থিত ছিলেন।
বাদ আছর থেকে ইফতারের পুর্ব সময় পর্যন্ত সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃসিরাজুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় আলেম ওলামাগন নামাজ, রোজা,যাকাত আদায় ও ফেৎরা আদায় ও কিভাবে পুর্নাঙ্গ ইসলামের আকিদা নিয়ে চলা যায় সে সকল বিষয়ে বয়ান করেন।
ইফতারের পুর্বে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি মহিউদ্দিন বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটান। পরে দু’শতাধিক ব্রোজাদার একই সাথে বসে ইফতার করেন।