অপরাধজাতীয়সারাদেশ

আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ; সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধি :
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 

২ জুলাই ২০২৫, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী তাঁর বিরুদ্ধে আনা ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হয়েছে। বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়া হয়েছে।

 

তাপসী তাবাসসুম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা সরকারি আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এর পরি প্রেক্ষিতে তাঁকে প্রথমে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয় এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়।

 

মন্ত্রণালয়ের নির্দেশনায় তাপসী তাবাসসুমকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এবং ব্যক্তিগত শুনানিতে অংশ গ্রহণের ইচ্ছা জানাতে বলা হয়। তিনি লিখিত জবাবে নিরাপত্তাজনিত কারণে শুনানিতে অংশ নিতে অসমর্থতা জানান। তবে তাঁর জবাব গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তদন্ত পরিচালনা করা হয়।

 

তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে আবারো কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। পুনরায় জবাব দিলেও অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও তাঁকে বরখাস্ত করার সুপারিশ করে। রাষ্ট্রপতির অনুমোদনের পর আজ প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

Related Articles

Back to top button