Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবানশীর্ষ সংবাদসারাদেশ

আলীকদমে সেনাবাহিনী অভিযানে ইয়াবা সহ আটক ১

চেঙ্গী দর্পন প্রতিবেদক,  আলী কদম,বান্দরবান প্রতিনিধি: জেলার আলীকদমে ইয়াবা সহ এক মোটরসাইকেল যাত্রীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

 

৭ ডিসেম্বর ২০২২ বুধবার সকালে ৩১ বীর আলীকদম সেনা জোনের ক্যান্টিন চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিচ ইয়াবা সহ একজন মোটর সাইকেল যাত্রীকে হাতে নাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আবু তাহের, সে গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

 

সূত্রে জানায় , আটককৃত ব্যক্তি ৪নং কুরুক পাতা ইউনিয়নের ছোটবেতী এলাকায় নির্মাণাধীন ব্রীজে নির্মাণ শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল। সকালে নিজ বাড়ী গাইবান্দা যাওয়ার উদ্দেশ্য ছোটবেতী এলাকা হতে একটি ভাড়াকৃত মোটর সাইকেল যোগে আলীকদম সদরে আসার পথে ৩১ বীর আলী কদম সেনাজোন এফএস কর্তৃক গোপন তথ্যর ভিত্তিতে বাবুপাড়া এলাকা থেকে নজরদারী করে জোন ক্যান্টিন চেকপোষ্টে তল্লাশী চালিয়ে তাকে আটক করে।

 

 

আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরকার জানান, আলীকদম সেনাজোনের জোন উদ্ধারকৃত ইয়াবা সহ মাদক কারবারি আবু তাহেরকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button