আলীকদমে কারিতাসের মাঠ দিবস
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলীকদম , বান্দরবান :
বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাসের উদ্যোগে চৈক্ষ্যং ইউনিয়নের কাসেম মেম্বার পাড়া মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, কারিতাসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা ও কৃষক আব্দুল মজিদ প্রমুখ।
মাঠ দিবসের আলোচনা সভায় কারিতাসের মাঠ কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসার জানান, পরীক্ষা মূলক ভাবে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে গত মৌসুমে কৃষকদের মাধ্যমে ব্রি-৭১ ও ব্রি-৭৫ জাতের ধান চাষ করেছেন। এ সময় প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে কৃষককে দেওয়া হয়েছিল। সরেজমিনে দেখা গেছে, ব্রিজ-৭১ জাতের ধানটির ফলন ভালো হয়েছে।
কৃষি অফিসার জানান, ব্রি-৭১ খরা সহিঞ্চু এক উন্নত জাতের ধান। আলীকদমে যেহেতু পানি সংকট আছে, তাই উপজেলার মাঠিতে ব্রি-৭১ জাতের ধানের উন্নত ফলন পাওয়া সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, কৃষিবান্ধব আলীকদম উপজেলা গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যথা সম্ভব তামাক চাষ কমিয়ে খাদ্য ফসল উৎপাদন বাড়াতে হবে। এ প্রচেষ্টায় উপজেলা প্রশাসন পাশে থাকবে।