আলফা ডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আলফাডাঙ্গা , ফরিদপুর : মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্ততিতে গতিশীলতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফা ডাঙ্গা উপজেলায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস।
বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ সকাল সাড়ে ১১ টায় পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বহিী অফিসার (ইউএনও) রফিকুল হকের সভাপতিতে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রীতি কণা বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।