Breakingসারাদেশ

আন্তর্জাতিক অহিংস দিবসে লাকসামে পিএফজির মানববন্ধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, লাকসাম , কুমিল্লা :
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটিটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

০২ অক্টোবর ১২০২৩ সোমবার বিকেলে লাকসাম বাইপাস রোডে হাউজিং স্টেট জামে মসজিদের সামনে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন ও পি এফজির কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, পিএফজির এম্বাসেডর অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা,  মো. সিরাজুল হক,  মো. নূরে আলম মানিক,  নাজমুন নাহার নুপুর,  নিমাই সাহা, উত্তম সাহা বাচ্চু, কাজী গোলাম সরোয়ার প্রমুখ।

 

বক্তারা বলেন, ২০০৭ সালের ১৫ জুন জাতি সংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে বিশ্বে শান্তি, সহিষ্ণুতা, সহানুভূতি শীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষিত করতে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপিত হয়ে আসছে। দি হাঙ্গার প্রজেক্ট সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সাল থেকে পিস ফ্যাসিলিটিটর গ্রুপ (পিএফজি) এর মাধ্যমে সারাদেশে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করে আসছে।

Related Articles

Back to top button