Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ
আনোয়ারায় মুখ থেঁতলানো নারীর মরদেহ সড়ক থেকে উদ্ধার
চেঙ্গী দর্পন প্রতিবেদক,আনোয়ারা , চট্টগ্রাম :
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের মুখ থেঁতলানো অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ১১ অক্টোবর ২০২৩ বুধবার সকালে আনোয়ারা-বাঁশখালী বারখাইন ইউনিয়নের মাজার গেইট এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সের যুবতীর চেহারা রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিল। লাশটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে থেকে লাশটি উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেছেন, ‘মুখ থেঁতলানো অবস্থায় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনও পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।