Breakingঅপরাধশীর্ষ সংবাদসারাদেশ

আনোয়ারায় নারী-শিশু, ছিনতাই মামলার আসামী গ্রেফতার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আনোয়ারা, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নারী-শিশু, ছিনতাই ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছিনতাই মামলার জয়কালী বাজার থেকে ডুমুরিয়া রূদুরা এলাকার দিদারুল ইসলামের পুত্র মো. মোস্তাকিম ইসলাম (২০), নারী-শিশু মামলার পূর্ব জুঁইদন্ডী এলাকার মৃত খায়ের আহাম্মদের পুত্র মোহাম্মদ জহির উদ্দিন (২৮) ও বারখাইনের সৈয়দ কুচাইয়া আবুল কাসেমের পুত্র মোজাম্মেল হোসেন (২৫) কে চাতরী চৌমুহনী পাঁচসিকদার বাড়ির পুল এলাকা থেকে ৫শত পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button