Breakingজাতীয়সারাদেশ

আনোয়ারায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আনোয়ারায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওলামীলীগ ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

শুক্রবার (২৬ মার্চ) ভোরে উপজেলায় স্মৃতিসৌধে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীন হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

এছাড়াও সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি অধ্যাপক এম.এ মান্নান, সাধারণ সম্পাদক এম.এ মালেক, এর পরপর উপজেলা যুবলীগের পক্ষে আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, শ্রমিকলীগের পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, স্বেচ্ছাসেবকলীগের পক্ষে আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষে কলেজ সাবেক ছাত্রলীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম শ্রদ্ধা জানান।

Related Articles

Back to top button