আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি
চেঙ্গী দর্পন প্রতিবেদক,আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর ২০২৩ শনিবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি -রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক। ২৫ আগস্ট ২০২৩ বুধবার পুনরায় বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লক্ষ্মীপূজা উপলক্ষে ২৭ ও ২৮;অক্টোবর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে ।
স্থলবন্দরের আমদানি – রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম বলেন, পূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়িদের সিদ্ধান্তে বন্দরে আমদানি – রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।