Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

আখাউড়া স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের উপচে পড়া ভীড়

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া  :  বড়দিন সহ টানা তিন দিনের ছুটিতে ভারত ছুটছেন ভ্রমণ পিপাসুরা। শুক্রবার দুপুর ২ টা পর্যন্ত এপার -ওপারের প্রায় সাত শতাধিক পাসপোর্ট ধারী যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পারাপার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ওপারে গেছেন ৩৮৬ জন। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন দিন শেষে এই সংখ্যা দ্বিগুণ হবে।

যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, অধিকাংশ যাত্রী চিকিৎসার পাশাপাশি আনন্দ ভ্রমন করতে ভারতে গমন করছেন। তবে অনেকে ব্যবসা সহ জরুরী কাজের কথাও বলেছেন।

 

আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ি অশিষ বিশ্বাস জানান, চিকিৎসার জন্য ছোট বোন জামাইকে সাথে নিয়ে আগর তলায় যাচ্ছি। সকালে ইমিগ্রেশন ভবনে এসে দেখি যাত্রীদের দীর্ঘ লাইন। পরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদের সুযোগ আসে।

 

মৌলভী বাজারের আজমল হোসেন নামের আরেক যাত্রী জানান, বড় ভাইয়ের চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছেন।সকালে শতাতিক যাত্রীর সাথে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি। তবে অভিবাসন কর্মকর্তাদের আন্তরিকতায় খুব সহজেই ইমিগ্রশন কাজ সম্পন্ন করতে পেরেছি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি জানান, বড়দিনের ছুটি কাটাতে তারা ভারতে যাচ্ছেন। যাতায়াতের সুযোগ বেশি থাকায় বরাবরই তারা স্থল বন্দর বেছে নেন।

বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী কাউসার ভূঁইয়া বলেন, শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ, রবিবার বড়দিনের ছুটি সহ টানা তিনদিন ছুটি পাওয়ায় পর্যটকরা ভারতে ছুটছেন। সুর্য উঠার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন শতাধিক যাত্রী। দুপুরের পর সেই লাইন আরো দীর্ঘ হয় ।

 

আখাউড়া ইমিগ্রেশনের সহকারি ইনচার্জ দেওয়ান মুরশেদুল হক বলেন, অন্য যে কোনো দিনের তুলনায় ছুটিতে ভীড় একটু বেশি থাকে। তবে খুব কম সময়ে যাত্রীদের পরিষেবা দেয়া হচ্ছে।

Related Articles

Back to top button