Breakingশীর্ষ সংবাদসারাদেশ

আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন খাদেম ফাউন্ডেশন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) : মহান বিজয়ের মাসকে স্মরণীয় করে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীরমুক্তিযোদ্ধাদের স্মারক সম্মননা ও সংবর্ধনা দিয়েছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান খাদেম ফাউন্ডেশন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে পৌরশহরের খরমপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গনে এই সম্মননা ও সংবর্ধনা দেয়া হয়।

প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আলহাজ এম এন এইচ খাদেম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সৈয়দ জমশিদ শাহ, মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম কানু, ওমর ফারুক খাদেম, খুরশিদ আলম খাদেম,ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব বিদ্যালয়ের ট্রাস্টি এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ এখতেশামুল বারী তানজীল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরিফিন খাদেম প্রমুখ। সভা ও সংবর্ধনা শেষে এক নারী মুক্তিযোদ্ধাসহ ৫৩ জনকে স্মারক সম্মননা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন পৌর কাউন্সিলর নাছির উদ্দিন খাদেম লিটন।

Related Articles

Back to top button