Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

আখাউড়ায় ভারতীয় শাড়ি সহ যুবক আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া  :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় শাড়ি সহ সায়েম, ( ২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া – কুমিল্লা মহা সড়কের আখাউড়া উপজেলার তন্তর বাসট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত সায়েম জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের হাকিম ঠাকুরের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদেন ভিত্তিতে উপজেলার ধরখার ফাঁড়ি থানার উপ- সহকারী পুলিশ পরিদর্শক দিদারের নেতৃত্ব একটি অভিযান চালায়। এসম একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে পুলিশ তল্লাশি চালিয়ে ২৭৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। পরে পিকআপ ভ্যান সহ শাড়ি গুলো জব্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সপোর্দ করা হয়েছে। তবে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button